click on images to know more about the Images

আমি কথা কম বলি, আমি শান্ত

Author: শান্ত মার্জিত

আমি কথা কম বলি, আমি শান্ত 

আমি কথা কম বলি, থাকি চুপচাপ,
পারিনা মিশতে, তাই বিরত থাকি করতে আলাপ ।
পারিনা বলতে মন গাথা, মিষ্টি মিষ্টি কথা,
তাই হয়তো নেই, দৃঢ় বন্ধুত্বের ব্যাপকতা ।
পারিনা বলতে, আমার ভাঙা একপক্ষ প্রেমের কথা,
তাই হয়তো বলো, আমার স্বভাবটা একটু চাপা।
গুমরো মুখো, ভিজে বিড়াল - পারিনা এর গন্ডি পেরোতে,
মিশে দেখো, আমিও পারি হাসতে আর হাসাতে।
জানি পারিনা তোমাদের মতো  বলতে কথা প্রিয়,
আমার কাছে বেশি বলার চেয়ে উপলব্ধিটাই শ্রেয়।
অনেকবার ভেবেছি এবার থেকে বলব বেশি, আর নয়,
হয় না, মন বলে বন্ধ কর তোর এই মিথ্যে অভিনয়।
মনে হয় হয়তো দোষটা আমার মধ্যেই রয়েছে,
তবে আমি খারাপ নই, দেখতে পারো একবার এসে কাছে ।
আমি এই রকম, আর এই রকমই থাকতে চাই 
মিশে দেখো, যদি হতে পারি তোমার প্রিয় ভাই।