click on images to know more about the Images
অতীত থেকে এ পর্যন্ত ইতিহাস চর্চা করলে দেখা যায়-- যুক্তিবাদী, বিজ্ঞানী থেকে শুরু করে সমাজ সচেতন চিন্তাশীল মানুষরা যখনই কোনো যুক্তিপূর্ণ কথা বলেন, ধর্মভীরুরা তখনই চিৎকার চেঁচামিচি করতে শুরু করে দেয়।যুক্তিবাদীদের কথাতে তাদের ধর্মীয় ভাবাবেগে নাকি সুড়সুড়ি লাগে ,আঘাত লাগে।
যেদিন কোপারনিকাস বলেছিলেন,-- "সূর্য স্থির আর পৃথিবী তার চারিদিকে ঘুরছে " , সেদিনও নাকি এই ধর্মভীরুদের ধর্মীয় ভাবাবেগে খুব করে সুড়সুড়ি লেগেছিল।ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি লাগার জিগির তুলে ধর্মভীরু মহামূর্খের দল অ্যারিস্টটল, কোপারনিকাস, গ্যালিলিও, ব্রুনো থেকে শুরু করে কত না বিজ্ঞানীদের হত্যা করেছে। কালবুর্গি,গৌরী লঙ্কেশ থেকে শুরু করে অভিজিত রায়, আনিস পর্যন্ত কত না যুক্তিবাদী, মানবতাবাদী, চিন্তাশীল মানুষদের হত্যা করেছে।
ধর্মটা কি এতই ঠুনকো জিনিস যে, কেউ কোনো যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত কথা বললেই ,সে আহত হয়,ব্যাহত হয়, তার খুব সুড়সুড়ি লেগে যায়! যদি তাইই হয়,তাহলে তাকে ধ্বংস করা আশু প্রয়োজন। আর যদি তা না হয়, তাহলে ধর্মভীরুর দল চুপ করে যাও।তোমরা কি পেরেছ, বিজ্ঞানীদের কথাকে মিথ্যা প্রমাণ করতে, পৃথিবীকে স্হির রেখে ,সূর্যকে তার চারিদিকে ঘোরাতে! পারোনি।তবু অন্যায় ভাবে সত্যবাদীদের,বিজ্ঞানীদের খুন করেছ। ধর্মটা কি তাহলে খুনি! ধর্মকে আশ্রয়কারী ধর্মভীরুরা মাত্রই কি তাহলে খুনি!
অথচ এই ধর্মভীরুরা নিজেরাই প্রতিনিয়ত নিজেদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে চলেছে ,সে হুঁশ এদের নেই। এরা এতটাই অন্ধ।তা না হলে, রোগের হাত থেকে মুক্তি পেতে এরা তাদের সর্বশক্তিমান ঈশ্বরের মন্দিরে না গিয়ে ডাক্তার দেখাতে যায় কেন?তাহলে কি ধর্মভীরুরা রোগ হলে ,ঈশ্বরের চেয়ে ডাক্তারকেই বেশি শক্তিমান বলে মনে করে? এটা তাদের ঈশ্বরের প্রতি অসম্মান প্রদর্শন নয়? ঈশ্বরের প্রতি অনাস্থা নয়? ঈশ্বরকে অপমান নয়? ঈশ্বরকে অবজ্ঞা করা নয়!
অথচ সেই তোমরাই রোগ সেরে ঘরে ফিরে নির্লজ্জের মতো বলে বেড়াও, -- ভগবান বাঁচিয়ে দিয়েছে। তখন এ মন্দিরে সে মন্দিরে পূজো দিতে ছোটো।খুব ভালো কথা।
তাহলে রোগী মরে গেলে ডাক্তার মেরে ফেলেছে বলে ডাক্তারকে মারতে ছোটো কেন? তখন কেন বলো না ভগবান মেরে ফেলেছে।তোমরাই তো অন্য সময় বলে বেড়াও মরণ-বাঁচন সব তারই হাতে! ডাক্তার পেটানোর সময় তোমাদের এ কাণ্ডজ্ঞান কোথায় যায়?
তাহলে স্বীকার করছো তো , তোমাদের ধর্মীয় ভাবাবেগে তোমরা নিজেরাই প্রতিনিয়ত আঘাত করে চলেছ।যুক্তিবাদীরা যুক্তির কথা বলে।