click on images to know more about the Images

টিভি সিরিয়াল

Author: স্বস্তি সরদার ভৌমিক

শিক্ষা প্রসারের মাধ্যম হল নানা অনুষ্ঠান ।

তার সাথে শিক্ষা দিতে এলো টেলিভিশন --

কাব্য, গাথা,কথকতা, নাটক, সিনেমা, 

যুক্তিতক্কো, সংবাদ পাঠ, আড্ডা- আলোচনা, 

বিষয় ভিত্তিক আলোচনা শিক্ষার্থীদের জন্য,

শিক্ষা তরে আছে আরো অনুষ্ঠান বিভিন্ন, 

গান আর গল্পে মাতান নানান কবিয়াল, 

তার সাথে এলো আজকাল নানান সিরিয়াল ।

আমি নারী, সারাদিনে হাজার কাজের ফাঁকে 

সন্ধ্যা হলে টিভি দেখার নেশা একটু থাকে।

সাজেগোজে রং বাহারে ভাসায়ে চতুর্দিক 

কথায় কথায় বলি বটে আমরা আধুনিক ।

কিন্তু দিদি সত্যি কথা বলতে লজ্জা হয়, 

সিরিয়ালগুলো একেবারে যেন যাচ্ছেতাই, 

অন্ধ কুসংস্কারগুলো দিচ্ছে মাথাচাড়া, 

ভণ্ডামি আর নোংরামিতে অশিক্ষার বাড়া,

একটা ছেলে দু'টো তিনটে মেয়ে ধরে টানে,

এক একজনে কতবার যে বে' করে কে জানে! 

এর বৌ তার ঘরে, তার বৌ এর,

এসব দেখে মাথা খারাপ আমাদের ছেলেমেয়ের।

তাই, হাতজোড় করে সবে করি অনুনয়, 

সন্ধ্যা হলে টিভি দেখা একদম নয়।

ছেলেমেয়ের পড়ার সাথে চলুন বসি পড়তে, 

জাগরুক সমাজ পারে অন্যায়ের বিরুদ্ধে লড়তে ।