click on images to know more about the Images
সত্য-ন্যায়ের মূর্ত প্রতীক
মহান শহীদ বীরসা।
অত্যাচারিত যত শোষিত জনের
তুমিই ছিলে ভরসা।
তুমি সাম্যের পথ দেখিয়েছিলে
প্রতিবাদের মশাল জ্বেলে।
তুমি অত্যাচারীকে তাড়িয়েছিলে
নিজের সুখ-শান্তি ভুলে।
স্বাধীন ভারত গড়তে তুমি
দিয়েছিলে আপন প্রাণ।
তোমার তুলনা নাই জগতে
সত্যিই তুমি সুমহান।
বৈষম্যের সমাজ ভেঙে মোরা
গড়ব সাম্যবাদী সমাজ।
তাইতো সবাই বিভেদ ভুলে
তোমায় স্মরণ করি আজ।
সশরীরে তুমি নেই তবু
আছো হৃদয় মাঝারে।
তোমারই দেখানো পথে মোরা
এগিয়ে যাবো এবারে।
(জন্ম-১৫ নভেম্বর,১৮৭৫ খ্রী:
মৃত্যু-৩ ফেব্রুয়ারি, ১৯০০ খ্রী:)