click on images to know more about the Images
নকল রাখি বন্ধন,আজ কিবা প্রয়োজন,বল বল ভাই সবে,
স্বাধীনতার পরে, জাতি দাঙ্গায় মরে,রাখি বন্ধন কেন তবে!
নিজেদের প্রয়োজনে,দেশ ভাগের আয়োজনে,বর্ণবাদ ছিল মত্ত,
চেপেরাখা ইতিহাস,প'ড়ে পাই আভাস,আজ জানতে মানুষ ব্যস্ত।
আজ ওরা আবার,আমাদের সবার,দেশটা করতে চায় ভাগ,
সবারে পরিয়ে রাখি,আয় একসাথে থাকি,সবাই জাগ জাগ।
সেই শাসক আজ,রাখি বন্ধনে সাজসাজ,ভাবখানা দেখি,
অন্তরে রেখে বিষ,রাখি বন্ধন করিস,মানুষ বোঝে ঠিকই!
রাখি বন্ধন করে,শুধু ভোটের তরে, আমরা বুঝেছি সব,
এতো বর্ণবাদী চাল, দেশটা বেহাল, তাই বহুজনের কলরব।
জাতপাত ধর্মাধৰ্ম ঢেকে,আয় হাতেহাত রেখে,রাখি বন্ধন করি,
যারা মানবতা ভুলে,আছে বিভেদের মূলে,তাদের বিরুদ্ধে লড়ি।