click on images to know more about the Images

ইতিবৃত্ত

Author: পঞ্চু ঘরামী।

চন্ডি বামুন রেগে আগুন

জাত গেছে তার মুন্ডা পাড়ায় 

মুন্ডা পাড়ার মতি মাসি 

পা ছুঁয়ে তাঁর প্রণাম করায় ! 

মনের দুঃখে বামুন ঠাকুর 

গঙ্গা গেল নাইতে 

গঙ্গা ঘাটে বাগদী ছেলের 

নৌ লেগেছে বাইতে।

গা এড়িয়ে চন্ডি বামুন 

কু ঘাটে যায় চানে 

দেখে সেথার মুচি মেথর 

লাশ ধরে এক টানে।

নাকটি চেপে বল্লে ঠাকুর 

এখন কি উপায় ?

জাত না ধুলে জাতের লোকের

টিটকারী যে দায় !

এই বলে একটা লাফে 

গঙ্গা দিলো ঝাঁপ 

লম্বা ঢেউএ তলিয়ে গেল

জাত হারানোর শাপ।

জলে ডুবু চন্ডি বাবুর 

ওষ্ঠা-গত প্রাণ 

করিম চাচার মাছের জালে

ফিরে পেল জান।।