click on images to know more about the Images

প্রতিবাদ

Author: ড. শম্ভু নাথ দফাদার

ভোরের জানালার ধারে দাঁড়িয়ে উৎসুক চোখে খুঁজে দেখি -

এক পাহাড়ি ফুল হাঁটছে ধীরে ধীরে ।

নাম তার উষসী ।

একরাশ ঘন চুল ;স্বপ্ন ভরা চোখ ।

খোপায় গোঁজা ফুল

কপালে লাল টিপ

 পিঠে বাঁধা ঝুড়ি ।

লোকে বলে,উষসী, ষোড়ষী।

আমি বলি কৃষ্ণকলি।

 চা-বাগিচায় করে কাজ।

ছোট্ট কুঁড়ে ঘর ।

দুই পাখি এক নীড়;সুখের সংসার।

মনে পড়ে 

এক নিঝুম দুপুরের লোলুপ দৃষ্টি থেকে রেহাই পায়নি সে।

সেই থেকে হারিয়ে যায় জীবনের ছন্দ।

বাঁশিতে বিদায়ের সুর, বিকেলের শেষ রোদ্দুর।

চা-পাতায় গড়িয়ে পরে ফোঁটা ফোঁটা বৃষ্টি; বেদনার অশ্রু বিন্দু যেন বুকের মাঝে ঝরে পড়ে।

মনে পড়ে 

কৃষ্ণকলি ঘরে ফেরে 

এক মেঘাচ্ছন্ন সন্ধ্যা নিঝুম। তার স্বপ্নগুলো গচ্ছিত থাকে ঝলসানো রুটিতে,

ডানা মেলেনা আর।

বাতাসে শোনা যায় ষড়যন্ত্র। তাই 

দু'হাতের মুঠো পাথরের মতো শক্ত করে 

আমি মৃত্যু পর্যন্ত-

তার পাশেই থাকব।

করবো প্রতিবাদ কলমের মুখে। স্বপ্নগুলো ডানা মেলে উড়ে যাবে- অবশ্যই উড়ে যাবে অসমাপ্ত আকাশের নীলে!