click on images to know more about the Images

১৪ এপ্রিল।

Author: রূপা সরদার

দলিত, পতিত, সর্বহারার মুক্তির প্রতীক ১৪ ই এপ্রিল শুনলে মনে ভেসে আসে আঁতুর ঘরে তাঁর আগমনের আনন্দ বার্তা ।

 

মনে ভেসে ওঠে অস্পৃশ্য বলে তাঁর লাঞ্ছিত উপেক্ষিত অপমানে দগ্ধ জীবনের নানা ছবি।

 

আমি দেখতে পাই কলম্বিয়ার মুক্ত বাতাসে অর্জিত তাঁর এম.এ ,পি এইচ ডি ডিগ্রি।

অধ্যাপনার জগতে ম্লেচ্ছ ছোটো জাত বলে কুঞ্চিত করার অপচেষ্টা।

 

আর মনে পড়ে হিলটন ইয়াং কমিশনের বিশ্ব সেরা পন্ডিতেরা তাঁর অর্থনীতির থিসিস শুনছে। শুনছে মন্ত্র মুগ্ধের The Problem Of Rupee' র থিওরি ।

 

স্মৃতিতে জাগে ১৯৩৫ সালের Reserve Bank এর অনুপ্রেরক বাবাসাহেবের দৃঢ়তা।

 

মনে পড়ে অসীম দক্ষতায় উঁচু-নীচু বিভেদ মুছে দিয়ে শোষণ মুক্ত জগৎ গড়ার লক্ষ্যে তাঁর এগিয়ে চলা।

 

মনে ভেসে ওঠে তাঁর সংবিধান রচনার কথা ,গণতন্ত্রের প্রতিষ্ঠার কথা ।

 

এমনই সব স্মৃতি -মেদুর মধুর ভান্ডার।।