click on images to know more about the Images
মনুষ্য-জাতি, ধর্ম-মানবতা
সবাই তোলে 'জাতীয় পতাকা' স্বাধীনতা দিবসে,
জিগির দেয় 'মূলনিবাসী' পরাধীনতার বশে ।
মন্দির-মসজিদে 'দেব-দেবী,' যাহা মাটির পুতুল,
পুরুত-মোল্লারা চাবি হাতে রেখে দেখায় সবই ভুল ।
মঠ-মন্দিরে লাগায় ওরা সকল দুয়ারে চাবি,
পূজারি হয়ে মানে না দেখি, মানুষের কোনো দাবী ।
হাতুড়ি-শাবল দিয়ে ওই তালা ভাঙা চাই সপাট,
মন্ত্র-তন্ত্র মানি না আর, খুলবো দুয়ারের কপাট ।
অস্পৃশ্য হয় আজিকে যারা বৈদিক বর্ণতন্ত্রে,
জননী- গর্ভে জনম লয়ে, কেন পড়ে রব মন্ত্রে !
শূদ্র জাতিকে টুকরো করে দিয়েছে মর্মাঘাত,
অত্যাচারী ব্রাহ্মণতন্ত্র হানিছে কুঠারাঘাত ।
বৈষম্য গ'ড়ে ভাঙিল ওরা,মানব যদি না মানুষ,
মানুষ হয়েও শৃঙ্খল পরা, হয়ে যায় সব ফানুস !
এই মানুষেরি মাথায় যারা আনিল গ্রন্থ-কেতাব,
পূজারি সব ভণ্ডের দল, পেয়ে গেল যত খেতাব !
'প্রণামী' যদি অস্পৃশ্য না হয়, অচ্ছুত কেন শূদ্র ,
দীণতা আর কাটে না তাদের হইবে কত ক্ষুদ্র !
বেদ-গীতা, বাইবেল-কোরাণ, চুম্বিছে সব মানব,
মানুষ মাঝে হিংসা ছড়িয়ে ওরাই আজিকে দানব ।
এসেছে দিন, জাগো রে শূদ্র, যারা আজ সর্বহারা,
তন্ত্র-মন্ত্র, গ্রন্থ-কেতাব, করবই ভারত ছাড়া ।
জেগে ওঠো সব মূলনিবাসী, ভাঙো আজ নীরবতা,
একই বৃন্তে জন্মেছি--'মনুষ্য-জাতি' 'ধর্ম-মানবতা'।