click on images to know more about the Images

ধর্মের পাশা

Author: রবিরাম হালদার

ধর্মের পাশ খেলে গোটা ভারত করছো শাসন,

আজও বেশ আছো বহাল,

সংখ্যালঘু হয়েও বর্ণবাদের চাতুর্যতায়

গরিষ্ঠদের করলে বেহাল৷

আমরা পঁচাশিভাগ উলুখাগড়ার দল

হেথাহোথা ঘুরে বেড়াই,

কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে, আমরা 

মূলনিবাসীরা কূল না পাই৷

হাজার সাতেক জাতিতে করলে বিভাজন

আমাদের শূদ্র বানালে শেষে,

আমার মাতৃ ভূমিকে করে শাসন-শোষণ

টাকা জমাও বিদেশে৷

জাতপাত ধর্ম-বর্ণ-পাপ-পুণ্যের ভয় দেখিয়ে 

ভাঙো সংখ্যাগরিষ্ঠ জোট,

রাজনীতির ময়দানে ভাইভাই লড়িয়ে দিয়ে

কুড়িয়ে নিচ্ছো ভোট৷

১৭৩৩ রেগুলেটিং এক্ট,ন্যায় দিয়েছিল ব্রিটিশ 

কেড়ে নিচ্ছ আজ শাসন কালে,

১৭৯৫এ ভূমীর-১৮৩৫ শিক্ষার অধিকার

ব্রিটিশ শাসনে মেলে।

আজও মন্দির দেবালয়ে তোমাদের অধিকার

স্বর্ণ-অর্থ সবেতে তোমরা,

ধর্মের পাশা খেলে দিলে না ঢোকার অধিকার

চক্রান্ত রুখবো আমরা৷