click on images to know more about the Images

লাইব্রেরী

Author: লক্ষ্মণ মাল

ভাঙ্গা তরী বেয়ে অজানার পথে,

মায়া-মোহ ইতি করে যাবে অকালে।

মরণশীল রূপালি সোনার মতো

গন্ধ পাবেনা তুমি আর।

বৃষ্টি হওয়ার পরের গন্ধ শরীরে পাবেনা।

মনের অসুখ হলে মলিন হয় মন,

অপেক্ষাও তেমনি মলিন করে কত কিছুকে।

না পাওয়া প্রেম,লাইব্রেরীর বইয়ের মতো।

কত রংবেরঙের মলাটে সাজানো।

প্রেমে যে ব্যর্থ সেও তো একটা লাইব্রেরী।

ক্ষণিকের দেখা, কথা না বলে চলে যাওয়া

কত লাল, নীল, সবুজ মলাট আছে।

রবি, নজরুল, জীবন ,সুভাষ হীন এই লাইব্রেরী।

একান্ত আপন সাহিত্যিক তুমি গোটা লাইব্রেরী জুড়ে।

সার্বজনীন নয় তো সে , নয়তো স্কুল কলেজের,

একান্ত আপন লাইব্রেরী যে আমার মনের ঘরের।

রেজিস্ট্রিকৃত বই যে আমার আপন রঙে সাজা

ব্যর্থ প্রেমিক বলেই তো আজ লাইব্রেরীতে ঠাসা।