click on images to know more about the Images
হ্যাঁ, গো ! আমরাই মধ্যবিত্ত ,
আমরাই তো মধ্যবিত্ত।
'চোখে নিয়ে জল , মুখে হাসি '
এ কামনাই করি -
'যাতে ভালো থাকুক সমগ্ৰ জগৎবাসি'
তাই তো আমরা মধ্যবিত্ত,
হ্যাঁ, গো! আমরাই মধ্যবিত্ত।
পরিবারের মুখে দেখতে চাই -
সদা হাসি ,
সে আমি হয় চাকুরি-জীবি-
কিংবা চাষী ।
মনেপ্রাণে এ জগৎ-মাতাকে
বড্ড ভালোবাসি,
তাই তো শত কষ্টে দেশ মায়ের -
মান রক্ষা করতে রাজি।
তাই তো আমরা মধ্যবিত্ত ,
হ্যাঁ, গো! আমরাই মধ্যবিত্ত।
বাস্তবের মাটিতে রেখে পা
'এ জীবন বড়ো কঠিন,
বড়ো ক্ষমাহীন '
-এ কথা বুঝতে আমারা পারি।
জীবনের খেলার মাঠে,
সর্বদা খেলতে রাজি-
' জিতি কিংবা হারি '
তাই তো আমরা মধ্যবিত্ত,
হ্যাঁ, গো! আমরাই মধ্যবিত্ত।।