click on images to know more about the Images
অদ্ভুত এক আঁধার নেমেছে আজ
পৃথিবীর বুকে,
সভ্যতার হিংস্র থাবায় আজ
ধ্বংস হতে চলেছে আমাদের
সবুজে-শ্যামলে পূর্ণ এই পৃথিবী।
কলকারখানা-মোটরযান দূষিত করে চলেছে
পৃথিবীর বায়ুমন্ডল।
ধোঁয়ায় ঢেকে গেছে আজ দূরের ঐ নীলাকাশ -
সবুজ পৃথিবী আজ বর্জ্যের ভাগাড়।
ফুলের সুবাস ভরা দখিনা বাতাস আজ
পঁচা দুর্গন্ধের বাহক।
উর্বর ভূমি আজ অনুর্বর কীটনাশকের থাবায়।
মানবসৃষ্ট দাবানলে আজ
পুড়ে ভস্ম পৃথিবীর ফুসফুস।
মানুষের লোলুপ করাতের সমুখে
আজ ধ্বংস হচ্ছে বনভূমি।
শক্তিশালী আগ্নেয়াস্ত্র,পারমাণবিক বোমা -
যুদ্ধ বিমান প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে
এ পৃথিবীকে!
সভ্যতার বিকাশে আজ মানবসৃষ্ট কীট
ডেকে আনছে মহামারী।
সূর্যের অতিবেগুনী রশ্মি নেমে আসছে পৃথিবীর বুকে,
বৈশ্বিক উষ্ণতায় আজ পরিবর্তন হচ্ছে জলবায়ু;
উত্তাপে উত্তাপে গলে যাচ্ছে মেরুর বরফ-
শীতল বরফের নিচে চাপা পড়া
হাজার বছরের পুরানো কীট আজ
ফিরে পাচ্ছে নতুন জীবন ;
হয়ে উঠছে ভয়ংকর প্রাণঘাতী।।
প্রাকৃতিক দুর্যোগের বান ডেকে যাচ্ছে
পৃথিবীর বুকে,
জলজ-স্থলজ জীব বৈচিত্র্য হচ্ছে বিলুপ্ত -
মানবসৃষ্ট মহামারী আজ ডেকে আনছে
পৃথিবীর বুকে দুর্ভিক্ষ।
এ কেমন সভ্যতা আমাদের?
সভ্যতার সর্বগ্রাসী আলোয় ঝলমলে
পৃথিবীর বুকে অদ্ভুত এক আঁধার নেমেছে আজ।।