click on images to know more about the Images
এ কবিতা কবিতা নয়
গল্প
আমি কবিও নই
ব্রাত্য
সেদিন! ভালোবাসার দিনে
দুজন -দুজনার হাত না ছুঁয়ে
ডুবন্ত আগুন রাঙা সূর্যের দিকে চেয়ে
কথা দিয়েছিল
উড়ন্ত খোলা চুলে
সন্ধ্যার পর রাত নেমেও
ভালোবাসেনি
কাছে আসেনি
অন্ধকারে কিংবা জোছ্নাতেও
তার কাঁপা -কাঁপা ঠোঁটের ওপরে
ছোট্টো কালো রঙের তিল টি
আজও ভুলিনি
ভুলিনি তার চোখের দিকে তাকিয়ে
হারিয়ে যাওয়ার সুখ
সে বলতো----- ভালোবাসি
ভালোবাসি! ভালোবাসি!
তখনও আকাশে খসেনি তারা
ঝরেনি বৃষ্টি ধারা
শুধু দুজনে--
দুজনাতে, ভেবেছি
ফিরেছি
এখন রাত শেষে
পেঁচা ফেরে ঘরে
নীল-হলুদে মিশে যায় মেঘ
মনে পড়ে
তার চলে যাবার দিনে...
------------০-----------
১২/১০/২০২৩