click on images to know more about the Images

মা-বাবার স্নেহ

Author: সুকমল সরকার

যারা মা বাবাকে, দেয়না খেতে,

 অথচ মন্দিরে দেয় মিষ্টি দই।

   তাদের জন্য এই কথা কই।

     মা বাবাকে, শান্তি দিলে,

           সুখী হবি তুই।

(1)

যার মায়ের গায়ে ছেঁড়া শাড়ী,

ছেলে দেখায় যদি বাহাদুরি,

যতই থাকুক তার জমিদারী,

তার পাকা ধানে পড়বে মই।

   মা বাবাকে শান্তি দিলে,

         সুখী হবি তুই।

(2)    

  কেউ মা বাবাকে কষ্ট দিলে,

সে শান্তি পাবেনা কোনকালে,

   তার ধর্ম কর্ম যাবে বিফলে,

     সোজা কথা আমি কই।

     মা বাবাকে শান্তি দিলে,

          সুখী হবি তুই।

(3)

আমার মায়ের হলে টিবি যক্ষা,

আমি মাকে ফেলে গেলে মক্কা,

খোদা আমাকে করবেনা রক্ষা,

  আমি যত বড়ই ধার্মিক হই।

    মা বাবাকে শান্তি দিলে,

         সুখী হবি তুই।

(4)

মারলাম গানে গানে বজ্র চাবুক,

কারও মনে ব্যাথা লাগবে খুব,

  তবু ও আমি থাকবো না চুপ,

  আমি পিছে হটার মানুষ নই।

      মা বাবাকে শান্তি দিলে,

            সুখী হবি তুই।

  

(5)

তাই সুকমল সরকার বলে,

 মা বাবাকে সেবা করলে,

  সংসারেতে শান্তি মিলে,

    শান্তি ধামে বসে রই।

  মা বাবাকে শান্তি দিলে,

       সুখী হবি তুই।

   Date. 6.10.2023.