click on images to know more about the Images

ঘুম নেই চোখে

Author: ড. শম্ভু নাথ দফাদার

সেই দিন থেকে আমার অস্তিত্ব কবিতার,

ঘুম নেই চোখে।

দুঃখ যন্ত্রণা ডুকরে কাঁদে।

হিংসার অনলে

ঝলসানো অধিকার কবিতায়।

 

নেতৃত্বের বিষাক্ত নিঃশ্বাস ঢেকেছে অর্ধেক আকাশ।

প্রেম,প্রীতি নেই ভালোবাসা 

দিকে দিকে নিরাশার কুয়াশা।

মূল্যবোধের চশমায় ব্যার্থ প্রেম ঝাপসা রঙিন দেখি।

তবুও সবকিছু নতুন লাগে...

তাই যত্ন করি

অকৃত্রিম অনুরাগের উষ্ণ ছোঁয়া দিই।

বেদনার কুঁড়িটার ঘ্রান নিই।

চুম্বন দিই।

 

সোনা ডাঙ্গার মাঠ 

রক্তে রোয়া ধানে, কাস্তের আনাগোনা।

লড়াই জেগেছে মনে -

অস্তিত্ব রবে কি,রবে না?

উঠেছে ঝড় প্রতিবাদী ফ্রেমে।

 

আমরাও ভাষাহীন বেদনায় জলের গভীরে ডুব দিয়ে আনবো খুঁজে উপল খণ্ড;কবিতা ফলক।

সেই ফলকে লেখা-

"অস্তিত্বের অন্য নাম: দ্ব্যর্থহীন প্রতিবাদ"

তাই

  উথাল-পাথাল সেই নবান্নের ভোরে ধামসা-মাদলে মেতে, কাস্তে হাতে 

হাঁটবো মিছিলে, এক জোটে।

সমঝোতা নয়, আপোষহীন সংগ্রামের 

নির্ভুল পথে।