click on images to know more about the Images

সর্বনাশ

Author: দীপক রবিদাস

                  সর্বনাশ

সর্বনাশ সর্বনাশ, কেন? এসেছিলে তুমি ধরাতলে।
আমজনতার করেছে সর্বনাশ তোমারই বলে।
হে কোরোনা,নেই তোমার তুলনা।
কেনই বা হয়েছো অস্ত্র তুমি বল না?
তোমায হাতিয়ার করে।
উঠেছে পুঁজিবাদীরা পাহাড়চুড়ে।
আছে যত শোষিত-পীড়িত অসহায় দলিতের দল।
ওরে দেশের রাজা,কিভাবে তারা বাঁচবে বল।
পড়েছে তোদের মাথায় কোরোনার ছায়া।
তাইতো অসহায় দলিতের তরে তোদের নেই কোন মাযা।
শোন রে মনুবাদী রজা-মন্ত্রীর দল-বল।
চারিদিকে শোনা যায় নিপীড়িত মানুষের আর্তনাদ,কোলাহল।
কোরোনার বাহানায় লকডাউন করেছে।
রাষ্ট্রীয় সম্পত্তি বেচে তারা নিজ স্বার্থসিদ্ধি সেরেছে।
রক্ষক সেজে  ভক্ষক হয়ে মালিকদের মেরেছে।
সংবিধান অবমাননা করে বহু অধিকার কেড়েছে।
হয়েছে অনেক,আর নয়,এবার তোদের যত চালাকি পরেছে ধরা।
কি ভেবেছিস তোরা?,
মোদের করবি সর্বহারা।
অক্টোপাশ দিয়ে নবীন-প্রজ্ন্মের টিপেছিস গলা।
জাগো, জাগো দেশব্যাপী মূলনিবাসী,রেখে মিনতি করি শেষ আমার বলা।