click on images to know more about the Images

হঠাৎ যখন

Author: পঞ্চু ঘরামী।

হঠাৎ যখন মধ্য রাতে 

শীতের কাঁথায় ব্যাঙ 

মস্ত একটা বরফ যেন

চেপে ধরে ঠ্যাং।

 

পুকুর পাড়ে পাড়ার কালু 

হঠাৎ যখন ঘেউ

একটা লাফে কলা গাছে

চড়ে বসে ভেঁউ।

 

হঠাৎ যখন শিশির ঝড়ে 

নরম ঘাসের পড়ে

রাশি রাশি মুক্ত খেলে

ঘাসের আগা ধরে।

 

হঠাৎ যখন বদলে যায় 

প্রতিবাদের ভাষা

রাজা বলে ধর্ ব্যাটা কে 

চাবুক কয়েক কষা।

 

হঠাৎ যখন বন্ধু গুলোর 

মুখোশ ধরা খায় 

আকাশ জুড়ে উল্কা ঝড়ে

হৃদপিন্ডের গায়।

 

২১/১২/২০২৩