click on images to know more about the Images

মানুষের মৃত্যু সংবাদ

Author: কৃষ্ণ ঠাকুর

মানুষকে মরতে আমি কবে দেখেছিলাম ঠিক মনে নেই আমার।

চলতি বছর কিংবা সুদূর অতীতে!

কখনো শুনেছি মানুষ মরেছে সেই কবে সুদূর ইতিহাসের পাতায়।

এখন আমি মানুষের মৃত্যু চোখেই দেখি না।

টিভি সংবাদ কিংবা খবরের কাগজ তন্ন তন্ন করে খুঁজে দেখেছি - কোথাও একটা মানুষের মৃত্যু সংবাদ নেই!

কি আশ্চর্য রকম অবাক কান্ড!

মানুষ সত্যি কত উন্নত, সভ্য, শিক্ষিত হয়ে উঠেছে।

চিরুনি তল্লাশি করে আমি আবিষ্কার করেছি-

কেউ বলেনা মানুষ খুন হয়েছে অথবা মরেছে!

চারিদিকে এই লাম্পট্য শুনে যাই- 

সিপিএম খুন হয়েছে।

তৃণমূল খুন হয়েছে।

কোথাও বিজেপি কোথাও বা কংগ্রেস!

কিংবা হিন্দু অথবা মুসলমান।

এই উপমহাদেশে মানুষের মৃত্যু চোখেই পড়ে না।