click on images to know more about the Images

শেষ অধ্যায়

Author: রবিরাম হালদার

সূর্য তুমি আজও স্বতপ্রণোদিত হোয়ে

সকলকে সমভাবে আলো দেবে?

ভয়ংকর অন্ধকারে আবৃত এই সমাজকে

পরিশুদ্ধ আলোয় ভরাবে?

সূর্য তুমি কি আজও—

কলঙ্কিত দুর্গন্ধময় ঘুনধরা সমাজকে—

তোমার অকৃপন আলোর

সুশোভন ফল্গুধারা বহমান রাখবে?

যে সমাজ সমস্ত অংশের মানুষকে

সমদৃষ্টিতে দেখেনা,

যে সমাজ উঁচু নিচু ভেদাভেদ ধর্মান্ধতা

কুসংস্কারে আচ্ছন্ন,

অসহায় বুভুক্ষুদের করে ঘৃণা-

মাতৃ জাতিকে করে অবজ্ঞা৷

যে সমাজে কয়েকজন ধনকুবের

বেশীরভাগ মানুষ দারীদ্রতার স্বীকার৷

ধনকুবেররা শাসন করবে—

আর শিশুরা কাগজ কুড়োবে!

সেই নিষ্ঠুর সমাজকে—

তোমার সুশমামন্ডিত অালোক রশ্মির

অমল ধারায় প্রাণবন্ত কেন করো?

কেন তোমার বিমল আলোর ঝরণা ধারায়

ওদের হৃষ্ট পুষ্ট করো?

ওরা যে উঁচু তলার মানুষ

সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে—

সাধারণের কাছে অসাধারণ৷

এই সমাজের বরেণ্য ৷

ওরা অরণ্য ধ্বংস করে স্বর্গের সিড়ি গড়ে,

স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ মানুষকে খুন করে,

ওরা সব পারে৷

সূর্য,তুমি দিতে পার একটা হুসিয়ারী!

বলতে পারো অন্ধকারে রাখতে পারি!

এখনও সময় আছে শোধরাও!

সীমাহীন লোভের লাগাম টানো!

নইলে শুরু হবে শেষ অধ্যায়!!

........