click on images to know more about the Images

একালব্য

Author: পঞ্চু ঘরামী।

আরে শুনেছো সুমি অনুর বাবাটা আজ মারা গেল!

কতো বা বয়স বলো ?

বুক আঁকড়ে একটা ভাঙা সংসার জুড়ে গেল শুধু !

ভাই বোন ছেলে পুলে এক মালায় গেঁথে এক অন্য মালাকার তিনি।

ঠিক আমার মতো সংসারের বলদ হয়ে হাল চষি দিন রাত আগলে রাখি সকলের আবদার ।

একটা অন্য অনুভুতি বুঝলে 

অনুর বাবা বুঝেছিলো বুঝেছি আমিও।

 

একদিন আমি হয়তো অনুর বাবার মতো ঝড়ে যাবো 

সংসার হতে তোমাদের ছেড়ে তারা হয়ে ঐ আকাশে 

তুমি একালব্য হয়ে গুরুদক্ষিণা দিও!

জানি ভয় পাবে তুমি ভয় করে আমারও তোমাদের ফেলে যেতে

তবুও ডাক আসলে যেতে তো হবেই।

 

আমার মৃত্যু শেষে 

তুমি একালব্য হয়ো আমি হবো দ্রোনাচার্য।