click on images to know more about the Images
তুমি বিনা আমি মূল্যহীন;
মূল্যহীন- এই মন, চিন্তন,স্বপ্ন... কাব্যিক-কল্পনা।
"ভালোবাসি আমি,ভালোবাসি শুধু তোমাকেই ;
ঊষা'র শুরু থেকে গোধুলির শেষ, অতিক্রান্ত-'স্নিগ্ধ,
শান্ত, প্রশান্ত... নিশি' আমি শুধু তোমাতেই
আর তুমি শুধু আমাতেই "।।
হৃদয়ের স্নিগ্ধ পরশে
মনের মণিকোঠায় হারিয়ে যাই আমি-
তোমার অনুচ্চারিত আবেগে;
আমি অসম্পূর্ণ শুধুই 'তোমার নিঃসঙ্গতায়',
আর
মূল্যবান আমাতে আমি 'তোমার সুনয়না পলকে'!
জীবনের প্রতিক্ষণে-
কর্ম-রূপক নিত্য রণে "তোমার প্রেরণা" আর
কঠিন চলার পথে "অর্ধাঙ্গিনী স্বরূপ তোমার উপমা"-
বিনা আমি মূল্যহীন ; আর
মূল্যহীন আমার সকল "স্বচ্ছ সুন্দর সমাজ গড়ার কারিগরিকতা"।
"জীবনের চলার পথ"-
হাতে-হাত, পায়ে-পা, আর অভিন্ন দুজনের
মনের মিলনে সুগম থেকে অতি সুগম হয়ে উঠুক।
আগামীতে আগামীগুলো মধুর স্বপ্নে থাকুক।।
আমার মনের সকল প্রেম, শ্রদ্ধা আর বন্ধুর সহযোগিতা-
উজাড় করে দিলাম আজ আমাদের প্রথম ভালোবাসার দিনে (#বিবাহ_বার্ষিকী#);
সেদিন,আজ ও আগামী দিনে-
আমি যেন হারিয়ে গেলাম তোমারই ভালোবাসার মাঝে!