click on images to know more about the Images

আমার বাংলা ভাষা

Author: বিকাশ চন্দ্ৰ বিশ্বাস

বাংলা আমার মাতৃভাষা,

আমার হৃদয় প্রাণ,

বাঁচিয়ে তাকে রাখতে মোদের

চলবে সদা অভিযান ।

এই ভাষাতে কথা বলি,

স্বপ্ন দেখি এই ভাষায়

এই ভাষাতেই গান করে ভাই

মন ও প্রাণ জুড়িয়ে যায় ।

এই বাংলায় কবিতা লিখি

হাসি প্রাণ খোলা হাসি, 

আনন্দে বিষাদে দিন ও রাত্রি

বাংলাকে আমরা ভলোবাসি।

বাংলায় রাখি গ্রামের নাম

বাঁশি বাজে মাঠে বাংলায়,

বাংলার যত চাষীভাই তারা

মাঠে ধান কাটে আর গান গায়।

বাংলা আমার প্রেমের ভাষা

আবেগ উচ্ছাসে বাংলায় কাঁদি,

বাংলা ভাষাকে রাখতে বাঁচিয়ে 

আমারা সবাই দল যে বাঁধি ।

বাংলা আমার ভাষা শুধু নয়

বাংলা আমার সোনার দেশ,

এই মাটিতেই নিয়েছে জন্ম

রবি নজরুল সুভাষ বোস।

বাংলা আমার লালনগীতি 

বাংলা আমার মিঠে ভাটিয়ালি 

আমার প্রিয় পল্লী -গীতি

ঝুমুর গানের ডালি।

বাংলা আমার সর্ষে ইলিশ 

খলসে পাবদা পুটি

বাংলা আমার আউস আমন

বোরো ধানের আটি ।

বারো মাসে তেরো পার্বণ

হেথায় লেগে থাকে 

হেথায় মুখর জলজঙ্গল

পাখ পাখালির ডাকে ।

বাংলা আমার হরিগুরুচাঁদ

যোগেন্দ্রনাথ মন্ডল,

বাংলা আমার বিজয় রসিক

বিচরণ পাগল।

বাংলা আমার তারক গোলোক

লোচন হীরামন,

বাংলা আমার মুকন্দ রসিক

পঞ্চানন বর্মন।

বাংলা আমার বেনীমাধব

রাইচরণ সর্দার ,

বাংলা আমার ভীষ্মদেব দাস

রাজেন্দ্র সরকার ।

মোদের শরৎ জীবনানন্দ

আনন্দেরই ধারা,

বাংলা মোদের মাইকেল সত‍্যেন

যাদু ছন্দে ভরা ।

বাংলা আমার হরিগুরুচাঁদ

সাম‍্যের কান্ডারী,

আধারের আলো যুগসূর্য

পতিত উদ্ধারকারী ।

আনেকেই আজ বাঙালী হয়েও

বাংলা যাচ্ছে ভুলে,

ট্রেনে বাসে তারা তাই শুনি

প্রায়ই খিচুড়ি ভাষা বলে ।

সরকার ও চাইছে বাংলা স্কুল

হয়ে যাক সব বন্ধ,

বেসরকারী করণে স্বল্পের লাভ,

বহুজন সব আঁধারে অন্ধ ।

ভাষা শহীদদের স্মরণে আজকে

মনে পাই বড়ো ব‍্যথা,

রক্ত আখরে রয়েছে যে লেখা

তাদের বলিদানের কথা।

হারিয়ে গেছে মানিক সোনারা

রফিক সফিউর জব্বার ,

সালাম বরকত কোথা আজ তারা ?

খুঁজি যে তাদের বারবার ।

ধন‍্য ভাষা শহীদ ভায়েরা

কোটি কোটি সালাম করি ,

স্মরণ করি শ্রদ্ধা জানাই 

অমর 21 শে ফেব্রুয়ারী।