click on images to know more about the Images
উদ্যেশ্য বিহীন ছুটছে সবাই
জুটছে শুধুই যন্ত্রণা
জন্ম যখন মৃত্যু হবেই
সত্যিটা কেউ বুঝছে না।
জীবন মানেই ওঠা পড়া
ভাঙা গড়ার খেল
কেন তবুও কাক হয়ে
ঠুকরে মরি বেল।
ভুলে গেছি মানুষ আমি
করছি জেনে ভুল
তবুও জেনে তবুও বুঝে
কেন খাচ্ছি গুল ?
জাত ধর্ম সব শিকেয় তুলে
উঠুক আওয়াজ জোরে
মানুষ হয়ে মানুষ খেকোর
ঘাড় মটকাই ধরে!
ললিপপের ফাঁদে পড়ে আজ
ওষ্ঠা-গত প্রাণ
এসো বাঁচাই এসো বাঁচি
প্রকৃতি মায়ের দান।
ভালো মন্দ একটি সুতোয়
আদর করে বাঁধা
জীবন নামক অচিন পাখি
নিজেই মস্ত ধাঁধা।।