click on images to know more about the Images

অনন্ত নীল

Author: লিচ্ছবি নিত্য

অতঃপর, 

বিপরীত মেরুর পথ ধরে দু'জন চললাম, 

অনন্ত শূন্যের কাছাকাছি প্রায়।

মিশে যেতে চেয়েছিলাম খুব করে ঐ নীলে,

ডুবে যেতে চেয়েছিলাম সমুদ্রের গহীন অতলে,

নক্ষত্রের দেশ ছাড়িয়ে চলে যেতে চেয়েছিলাম কোনোএক বিরহীপৃথিবীতে

যেখানে সুখের আশায় কেউ ভাসে না

 ভালোবাসায় কেউ কাঁদে না।

 মিথ্যে স্বপনে্ কেউ বাঁচে না।

কিন্তু, 

না,

সেসবের কিছুই হলো না।

আমি আজো আছি এই নক্ষত্রঝরা পৃথিবীতেই,

আশা নিরাশার বালুচরেই বেঁধেছি একলা কুঁড়েঘর।

সর্বনাশী ঝড়, প্রবল ঢেউ,বারবার সে ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়,

সাগরের নোনাজলে ভেসে যায় অশ্রু, 

অতঃপর....... 

তীব্র খরায়-পিপাসায়,

পৃথিবীর বিষন্ন ধূলায় শ্বাসরুদ্ধ হয়ে যায়। 

তবুও, 

আজো আছি বেঁচে, 

সেই একলা পথে হেঁটে চলেছি আজো,

শুধু সেই বিরহী পৃথিবীটাই পেলাম না খুঁজে।। 

হারাতে পারলাম না অনন্তনীলে।।