click on images to know more about the Images

তোমারই জন্য

Author: মণি শংকর নস্কর

 "আমি নদী হতে চাই,

তোমার সাগর-মোহনায় সবুজ দ্বীপ গড়তে। 

আমি পাহাড় হতে চাই, তোমার শীতল ঝর্ণা-ধারায় সারা জীবন ভিজতে। 

আমি ভ্রমর হতে চাই,

তোমার রঙিন ফুলের-বনের সকল মধু লুটতে।

আমি জুঁই হতে চাই,

মালির গাঁথা ঘুমুর হয়ে তোমার পায়ে পড়তে। 

আমি মেঘ হতে চাই,

বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে তোমার গায়ে মিশতে। 

আমি প্রজাপতি হতে চাই,

রঙ-বিরঙের পাখা মেলে তোমায় রঙীন করতে। 

আমি ফকির হতে চাই,

একটু বেশি পাওয়ার আশে, তোমার পায়ে পড়তে ।।

 

আমি মুক্তা হতে চাই,

মালা হয়ে তোমার গলে-হৃদয়মাঝে ঝুলতে। 

আমি অঙ্গার হতে চাই,

কাজল-কালি হয়ে তোমার চোখের পাতায় মিশতে।

আমি সূর্যমুখী হতে চাই,

তোমার চুলে মিশেগিয়ে মধু'র গন্ধ নিতে। 

আমি ফুলের পরাগ হতে চাই, 

পরাগডালি তোমার জিভে মধু হয়ে মাখতে। 

 আমি রেশমগুটি হতে চাই,

শাড়ি হয়ে তোমার তনু, কোমল-কটি ধরতে।

আমি মৌমাছি হতে চাই,

তোমার-চাকে লুকিয়ে রাখা মধু চুরি করতে।

আমি ঘি হতে চাই, 

তোমার যজ্ঞকুণ্ডলীতে আহুতি দান করতে "।।