click on images to know more about the Images

আমি কবি

Author: রবিরাম হালদার

আমি কবি,

আমি তাদের কথা লিখি,

যারা মাটি কাটে,

যারা কাজ করে মাঠে ময়দানে

রোদে পোড়ে জলে ভেজে,

যারা থাকে অনাহারে,

যারা মাথার ঘাম পায়ে ফ্যালে-

শুধু মাত্র পেটের দায়ে,

যারা খরতপ্ত রৌদ্র মেখে

পীচের রাস্তায় কাজ করে

পায়ে ফোস্কা নিয়ে৷

 

আমি কবি 

আমি তাদের কথা লিখি

যারা ধর্মে বর্ণে বিভাজন ক'রে,

যারা শ্রম শোষন ক'রে—

অট্রালিকা বানায়,

তাদের মুখোশ খুলে দেওয়ার অঙ্গীকারে

আমার লেখনী করেছি 

শাণিত তরবারি৷

 

আমি কবি

আমি তাদের কথা লিখি,

যারা মিন ধরে

নদীর লোনা জলে,

কাঁকড়ার সুত ফ্যালে, 

যারা মধু ভাঙে

সুন্দরবনের গভীর জঙ্গলে,

বাঘের পেটে গেলেও 

যাদের কথা কেউ লেখেনা,

আমি সেই দুর্ভাগাদের হতভাগ্য কবি৷

 

আমি কবি

আমি তাদের কথা লিখি

যারা নিপীড়িত অত্যাচারিত শোষিত,

আমি তাদের অন্তরে শক্তি জোগাই

শক্ত হোয়ে মাটির উপর

সোজা হোয়ে দাঁড়াতে শেখাই।

তাদের মুখে প্রতিবাদের ভাষা আমি,

আমার কবিতা শুধু তাদের জন্য,

যারা পাহাড় ভাঙে

খাদান থেকে কয়লা তোলে,

যারা অস্পৃশ্য অসুচি

মুচি মেথর কাওরা বাগ্দি,

যারা ডোম ম্লেচ্ছ

আমি তাদের কথা লিখি

আমার কবিতায়৷

 

আমি কবি

আমি তাদের কথা লিখি

যে শিশু পায়নি দুধ,

প্রশ্ন করে কেন আমি ফুটপাতে,

যে বৃদ্ধা মা ফুটপাতে যাপন করে

সারাটা জীবন,

সেই হতভাগ্য প্রান্তজনেদের 

জীবনালেখ্য আমার কবিতা।