click on images to know more about the Images

বাবা সাহেব

Author: শম্ভু নাথ দফাদার

হে মূল নিবাসী ভারতবাসী

 ভীমরাওকে স্মরণ করে

 এগিয়ে চলো সদল বলে।

 রাঙামাটির পথ ধরে রক্ত পতাকা হাতে, বনানীর পথ ধরে সবুজ নিশান হাতে।

 বাবার মন্ত্র হোক তোমার মন্ত্র

 দলিলের স্বপ্ন হোক তোমার স্বপ্ন।

 লক্ষ্য তোমার নতুন সূর্য

 মুষ্টিবদ্ধ হাতে এগিয়ে চলো সংগ্রামের পথে।

 সেদিন একমুঠো অন্নের অভাবে, হারালে তুমি

 জায়াকে।

ফিরে পাবে কি?

 

তাই আর নয়,

 ঘুরে দাঁড়াও এই সময়।

 ছিন্ন করো হাতের বেড়ী,

 পায়ের শিকল।

 ভেঙে ফেলো লৌহ কপাট

 লোপাট করো রক্তচক্ষু।

 এগিয়ে চলো মিছিলে একসাথে।

 বিজয় নিশান তোমার হাতে।