click on images to know more about the Images

দুরন্ত বাসনা

Author: শম্ভু নাথ দফাদার

কোকিলের ডাকে বকুল হাসে

ঝরে যায় সকালে

সুরভী থেকে যায় কিছুক্ষণ বাতাসে

তারপর বিলীন হয় রোদের

উত্তাপে।

কোকিল কি মনে রাখে?

কত ফুল ফোটে রাতে ঝরে যায় আঁধারে।

বনানী কি মনেতে রাখে?

সাঁঝ বেলায় হাস্নুহানা গন্ধ ছড়ায়, মুছে যায় ভোরে।

সাঁঝ বাতি কি মনে রেখেছে?

নক্ষত্র ওঠে আকাশে

তারপর মুখ ঢাকে দিবসে।

আকাশ কি মনেতে রেখেছে?

 সৈকত ভেসে যায় স্মৃতির উথাল সাগরে,

 তবুও এক দুরন্ত বাসনা বুকে

 বনফুল চেয়ে আছে আকাশের নীলে

 গন্ধ তার ভরা থাক

ঝলসানো পাতায় পাতায়

ঝরা ফুলের আঁচলে।