click on images to know more about the Images
একুশ শুধু তারিখ নয় ,
একুশ মানে আমার মায়ের কোলের ভাষা,
একুশ শুধু সংখ্যা নয়,
একুশ মানে আন্তর্জাতিক মাতৃভাষা,
একুশ শুধু আওয়াজ নয়,
একুশ মানে এক রক্তিম লেখা,
যখন বাংলা ভাগ হল,
ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্র হল,
পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে পাকিস্তানের দুটি অংশ ছিল,
পূর্ব পাকিস্তানের শতকরা আটানববই ভাগ মানুষই বাংলা ভাষী ছিল,
তাই বাংলা ভাষাকে মাতৃভাষা করার দাবী এল,
গণ আন্দোলন এক প্রবল রূপ পেল,
আব্দুল বরকত,রফিউদদিন আহমেদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিল,
মূলত এদের জন্যই বাংলা আজ বিশ্ব দরবারে স্থান পেল।।
বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবী,
তাং করে দিয়েছিল ইতিহাসের কাঠিচাবি,
বাংলা ভাষা সহজ সরল ভাবের আদান-প্রদান,
বাংলা আমার মাতৃভাষা প্রাণের সঞ্চারণ,
তাইতো আমার প্রাণের ভাষার অবাধ বিচরণ,
অসংখ্য মনীষীদের সংস্পর্শে সমৃদ্ধ বাংলা ভাষা,
শিল্প, সাহিত্য, সংস্কৃতির নবরূপ আশা,
যে ভাষায় মাকে প্রথম মা বলেছি আমি,
যে ভাষায় জীবন,মরণ,ভালোবাসা অভিমানী।।
যে ভাষায় স্বপ্ন দেখো কতকিছু তুমি,
যে ভাষা জীবন গড়ার স্বনির্ভরতার বাণী,
যে ভাষায় মনের কথা, প্রাণখোলা হাসি,
যে ভাষায় ক্ষুদিরাম বলেছিলেন আবার যদি ফিরে আসি,
যে ভাষায় মাগো তোমার প্রাণের স্পন্দন,
যে ভাষায় আমার জন্য তোমার ক্রন্দন,
যে ভাষায় আমার হোঁচট তোমার রক্তকণিকায়,
যে ভাষা মুক্তমনা নীল আকাশের বন্ধু পাখির অন্তরিকায়।।
যে ভাষায় রবীন্দ্রনাথের বিপুল সম্ভারণ,
মহামানবদের ভাবাদর্শে ভারতভূমির জাগরণ,
যে ভাষা হৃদয়ের সাথে আত্মার অনুভূতি,
যে ভাষা বিশ্ব শান্তির এক মাধুর্যপূর্ণ শ্রুতি,
যে ভাষায় তোমার আমার সবার বিচরণ,
সেই ভাষাতেই কাজী নজরুল চেয়েছিলেন বিদ্রোহী জাগরণ,
যে ভাষায় পড়েছি বাবাসাহেব আম্বেদকর নাম তার,
"শিক্ষিত হও,সংঠিত হও,সংঘর্ষ কর " এই শ্লোগান যার,
যে ভাষায় গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন,
পতিত পাবন ছিলেন তিনি মানবতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ,
শোষণ,শৃঙখল, দাসত্ব থেকে জনগণকে মুক্ত করাই তার প্রাণপণ,
তানার মহান বাণী---"ছেলেমেয়ে দিবে শিক্ষা প্রয়োজনে করিবে ভিক্ষা।"
"বিদ্যা ছাড়া কথা নাই, বিদ্যা কর সার
বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম অন্য সব ছাড়।"
এইরকম শত শত জাগরণী বাণী আছে তার।।