click on images to know more about the Images

কথা রাখেনি

Author: শম্ভু নাথ দফাদার

বলেছিলে আমাকে নিয়ে

স্বপ্ন তোমার ভোরের সূর্য ।

শব্দের পর শব্দ সাজিয়ে

কবিতার ইমারত গড়বে।

হারিয়ে যাবে বহু দূরে

নোনা মাটির তীর ধরে

আকাশের নীলিমায়।

রজনীগন্ধা রাতে

চাঁদের জোছনা মাখাবে

আমার সকল অঙ্গে,

তোমার মত করে।

মখমলের সবুজ ঘাসের বিছানায়, গোলাপ কুঁড়ি আর আতর গন্ধে ভরাবে তোমার ফুলশয্যা।

মেঘের পালকে সযত্নে ঢেকে দেবে, আমার কোমল তনু খানি।

বৈশাখের তপ্তদিনে আমাকে ভেজাবে পাহাড়ি ঝর্ণায়,

শ্রাবণের বৃষ্টি ঝরা দুপুরে

হাতে হাত রেখে, আবির রাঙা বসন্তে আমাকে নিয়ে ভেসে যাবে ----

তোমার শিউলি বকুল পলাশে।

কিন্তু

কথা রাখোনি----