click on images to know more about the Images

পড়ন্ত বসন্তে

Author: হেমন্ত কোনাই

পড়ন্ত বসন্তে

যতই আসবো বলো তুমি 

প্রেম! 

আমি বলবো 

না...

গুমরো ধরা মুখোশের সামনে

এসো না তুমি 

বাসন্তী! 

আমি বলবো 

না...

অশোক কিংবা শিমূলে

রাধাচূড়া ও পলাশের বাহারে

ফিরে এসো তুমি 

জারুল হয়ে!

আমি বলবো 

না...

দখিনা হাওয়ার দিগন্তে 

যেমনই বহনা তুমি

প্রিয়! 

আমি বলবো

না...

বীথিকার আহ্বানে 

নীল সমুদ্র মাঝে 

তরী নিয়ে ভাসো তুমি

আমাকে নিয়ে! 

তবুও বলবো 

না...

অফুরন্তের দেশে 

শরৎ-বসন্ত মিশে

আপন করে, রাখো তুমি

প্রেমার্তরে!

তখনো বলবো 

না...

---------------০-----------