click on images to know more about the Images
সেই কবেকার কথা
মনে পড়ে যায়---
"সবার ওপরে মানুষ সত্য
তাহার ওপরে নাই।"
যাইনা তাই দেবালয় কভু
তবে নাস্তিক নয় আমি।
মানুষকেই আমি উপাস্য বলে মেনেছি।
আমার বিশ্বাস, আমার ভরসা
সেই মানুষেই।
ইতিহাসে লেখা হয় না তার কথা; মহত্ত্বের রাজ মুকুট তার মাথায় ওঠেনি।দুঃস্বপ্নের করাল ছায়া নিয়ত ঝুলছে তার মাথার ওপরে।
নাম আর সম্মানের কাঙাল সে নয়। কাঙাল সে নয়, পুরস্কার আর শিরোপার।
হৃদয় তার বসন্ত বাতাসের মতো লঘু; ঝরনার মত নির্মল।
বিকশিত পুষ্পের মত নীরব।
উদার প্রবাহিত নদীর মত।
সততা আর নিষ্ঠায় ভরা মানুষের শ্রম তাদের জীবন।
তাদের পিঠের ওপরে মাথা তুলে দাড়িয়ে কারখানা।
বুকের উপরে তাদের রেলের লাইন; মাটিতে তাদের রক্তে রোয়া ধান।
তবু,কেন অত্যাচার, নিপীড়নের সীমাহীন মিছিল?
কে শোনাবে সাম্যের বাণী?
জানিনা---
জানিনা মুক্তি সূর্য উঠবে কবে?
জানি শুধু-নতুন চিঠি আসবে একদিন।
শান্তির তারকা ফুটবে এক রাত্রির আকাশে। খুশির জোয়ারে ভাসবে ভূ-লোক হয়তো থাকবো না সেদিন।
তবু,
মনে রেখো বন্ধু-
আমি তোমাদেরই লোক।