click on images to know more about the Images

জন্ম দিন

Author: শম্ভু নাথ দফাদার

আজ তোমার জন্মদিন 

ফিরে এসো কবি---রাঙামাটির দেশে 

তোমাকে অনেক খুঁজেছি আমি--

ভুবনডাঙার মাঠে, পৌষ মেলায়, বসন্ত উৎসবে। 

আরো দূরে, নৌকা ডুবির ঘাটে, জলপরির নষ্ট নীড়ে 

বকশীগঞ্জের পদ্মা পাড়ে---

দেখা হয়নি। 

রাখালিয়ার বাঁশি,

একতারা হাতে বাউল,

বৈঠা হাতে পদ্মা নদীর মাঝি 

দিতে পারেনি, তোমার খোঁজ। 

একবার দেখা দাও কবি 

তোমার সঙ্গে অনেক কথা বলার আছে। এখানে এখন দিবসে অন্ধকার, বুকফাটা আর্তনাদ; বাতাসে বারুদ গন্ধ। মাথার ওপরে অর্ধেক আকাশে বিষবাষ্প; লজ্জায় মুখ ঢাকে অষ্টাদশী। কান্না ভেজা চোখ। পাল্টে যাচ্ছে সাহিত্যিক মুখ ও মুখোশ। কবির

 কথাগুলো আজ মুখোশেরই দলিল। বনপথের শুকনো পাতার মতো-ফ্যাকাশে, রুগ্ন, মিথ্যে। 

ভ্রষ্টাচারের নিঃশব্দ পদচারণা নিঃশব্দ পথ চলা। সে ধ্বংস স্তুপের ওপর বসে বসে 

"শান্তির ললিত বাণী"শোনায়।

মনে হয় এ পৃথিবী বাসযোগ্য নয়। কিন্তু আমার স্বপ্ন অনেক 

দূর। তাই তোমাকে এখনো খুঁজেছি যদি দেখা হয়, কোন এক পঁচিশে বৈশাখে।

 

 

      ‌