click on images to know more about the Images
বউ ডেকে কয়,-- ওগো শুনছ,সার্পো ফুইরে গেচে।
আনতি যাবো,দশ টাকা দাও।আচে তোমার কাচে?
হাতল ভাঙা চশমাখানিয় দড়ি বেঁধে দিয়ে
পিছন ঘুইরে আটকে রেখে, বিরাট ফর্দ নিয়ে
হনহনিয়ে নফর যখন বাড়ির বাইরে যায়,
বউয়ের ডাকে থমকে থেমে পিছন ফিরে চায়...।
"কতদিন বলিচি বৌ,পেচন ডাকতি নি,"
রাগে গরগরিয়ে নফর বলে তখনি--
আমার কতা শুনতি তোরে কে কোরেচে মানা?
কাজের সোমায় পেচন ডাকা ভালো জিনিস না।
সার্পো নি ,তা কি হইচে, জলে কাপড় ধো।
আমার মা মাসিরা ওরোম কোরেচে কতো।
দীনকৃষ্ণের মারণ যুজ্ঞু মন্দির বাজারে হবে ।
বিধর্মীটার মেরে আমরা শান্ত হোবো তবে ।
বলে কিনা আমাদের প্রাণের কিষ্ণ অসুর!
বামনরা সব ধান্দাবাজ! আমরা বেকসুর! "
"ও মুকপোড়া মিনসে, তোর বুদ্দি কবে হবে?
যমে যকন ঠ্যাং ধরে তুলে নে যাবে?
দশ টাকায় আগুন দে জ্বালার ক্ষ্যামতা নি,
হাজার টাকার ঘি পোড়াতি চললেন উনি !
কাট পুইড়ে, ঘি জ্বেইলে, যুজ্ঞি ছ্যাদ্দ করে,
দেকা তোগার ক্ষ্যামতা কতো দীনকিষ্ণের মেরে ।"