click on images to know more about the Images

অপেক্ষা

Author: ড. শম্ভু নাথ দফাদার

আসি বলে চলে গেল 

এলোনা এখনও

মুঠোফোন হাতে

বারবার ফোন করার কথা মনে হয়। তবুও ফোন করিনি কোনদিন। 

মাঝে মাঝে ভাবি,

যদি ফোন করি, তবে কেমন হয়? চিঠি লেখা ভুলেই গেছি 

তবে ফোন করার মতো সহজ আর কিছু নেই।

একবার ফোন করেই দেখি না কেন; কি হয় তাতে।

ভাবতে ভাবতে দিন যায়, 

মাস যায়। 

সব পেরিয়ে যায় একে একে। 

রিতু গুলো ও বদলে যায়। 

 

কেউ আর কারোর জন্য অপেক্ষা করে না। অপেক্ষা করে না দিন অপেক্ষা করে না রাত। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে যায়। 

শান্ত রাতের তারারা ও একে একে চলে যায়।

এই ভাবেই,

এক তারা হাতে বাউল হয়ে

ঘর ছাড়ি-

‌মন খারাপ করা

এক বিকেলে।

দেশ থেকে

দেশান্তরে ঘুরে ঘুরে ফিরি

তবু ও ফোন করতে পারিনি তাকে কোন দিন।

 

 

 

১০-০৫-২০২৪