click on images to know more about the Images
মাগো, বর্ণবাদীরা তোমার মুখে আগুন দিতে বলে,
পুনশ্চ ওদের মতে প্রায়শ্চিত্ত করায়৷
তুমিতো আমার গর্ভধারিণী- জন্মদাত্রী মা,
ধরণীর আলো-বাতাস সবই তোমার অকৃপণ দান,
তোমার হাসি,পূর্ণাবয়ব প্রাপ্ত পূর্ণিমা সমান ৷
তোমার চন্দ্রবদন হেরিলে হয় বিশ্বরুপ দর্শণ ,
সেই মুখমণ্ডলে,ওদের চক্রান্তে অগ্নি বরিষন !
ব্রাম্ভণ্যবাদের প্রশ্রয়ে তোমার মুখে অগ্নি সংযোগে—
চন্দ্রবৎ মুখমণ্ডল ধ্বংস ও শ্রাদ্ধকর্ম,অশৌচ৷
না মা শ্রাদ্ধ নয়,শ্রদ্ধানুষ্ঠানে, স্মরণে-বরণে
সারাটা বৎসর,গোটা পরিবার রাখবো মননে৷
শ্রাদ্ধ তো গালি-ধ্বংস,তোমাদের অপমান !
তোমার আত্মার স্বর্গারোহন সর্বৈব মিথ্যা বচন,
আত্মার অস্তিত্ব নেই,জানে জ্ঞানী গুনী সর্বজন৷
সংস্কৃত ভাষায় দুর্বোধ্য মন্ত্র বলে
ছোটজাত-শুদ্র বানিয়ে রাখে ওদের পদতলে৷
তোমার স্মরণে মস্তক মুণ্ডন,গলায় কাছা—
সবই আমাদের ছোট করে রাখার চক্রান্ত,
জাত-ধর্ম-বর্ণে বিভাজনে মানুষকে করে বিভ্রান্ত৷
শ্রাদ্ধ-মুখাগ্নি নয় শ্রদ্ধানুষ্ঠান-স্মরণ-বরণ অভ্রান্ত৷