click on images to know more about the Images

বৃষ্টি এলে

Author: পঞ্চু ঘরামী।

একটু আগে বৃষ্টি এলো 

ঝমঝমিয়ে আকাশ কালো 

উড়লো পাতা গাছপালা সব 

জলকেলিতে মুক্তি পেলো।

 

বৃষ্টি এলে তোমার পরশ 

বুকের কাছে ঝলকানি

এখনো দূরে আকাশ দেখি

তোমার খুঁজে ব্যালকনি!

 

একটা ছাতায় তুমি আমি 

দুটি হৃদয় জুড়ে

বৃষ্টি এলে তোমার যেন 

বড্ড মনে পড়ে।

 

এই তো সেদিন উদয়পুরে 

উঠলো ঝড় উড়লো ধূলো 

তোমার শাড়ির আঁচল খানা

আমার যেন পেঁচিয়ে নিলো!

 

তেপান্তরের মাঝের মাঠে 

ঝমঝমিয়ে বৃষ্টি এলো

তুমি আমি নির্জনে আজ

দক্ষিণ বাতাস আদর দিলো।

 

কলেজ ছুটি শেষ বিকেলে

দমকা হাওয়ায় ভাঙলো ডাল

তুমি আমি জড়িয়ে ধরে

দিন দুপুর আর সাত সকাল।

 

বৃষ্টি এলেই তোমার পরশ

আদর করে সারাক্ষণ

ঝড় ঝাপটা অনেক গেছে

তোমার জুড়ে বিলক্ষণ!

 

আজ দুপুরে বৃষ্টি ফোঁটায়

তোমার পরশ কলেজ মাঠ 

তাপে পুড়ে ঝলসানো সব 

শরীরের জুড়ে গড়ের মাঠ।।

 

বৃষ্টি এলেই দুই হাত জুড়ে

বৃষ্টি ফোঁটা আঁচলা করি 

প্রতি ফোঁটায় তোমার হাসি 

যত্ন করে আগলে ধরি।

 

রহিম চাচার মাছের ডিঙি 

তোমার জন্য ভাসিয়ে রাখি 

হয়তো তুমি নতুন করে

বৃষ্টি এলেই দেবেই উঁকি।।