click on images to know more about the Images

মুক্তমনা

Author: প্রফুল্ল কুমার মণ্ডল

ধর্মের ঘোরে আচ্ছন্ন নয়

 মুক্তমনা তাই,

এই প্রকৃতির উপাসনায়

মনে শক্তি পাই।

 

মানুষ সত্য মানুষ আপন

মানুষ প্রিয় ধন,

এই মানুষ কে ঘিরে সদাই

বেঁচে থাকার পণ।

 

স্বর্গের লোভে কভু কারো

অন্ধ ভক্ত নয়,

মানুষের সাথ মানুষের পাশ

থাকায় বড়ো জয়।

 

কল্পিত ঈশ্বর মিথ্যা স্বর্গ

ধাঁধা মুক্ত মন,

সব জাতপাতের গণ্ডি ডিঙে

চলি সবার সন।

 

ধর্মের নামে মানুষ বলি

ধর্মান্ধদের কাজ,

সুস্থ মনে ভাবতে গেলে

 জাগে শুধু লাজ।

 

নাস্তিকেরা ভালো কাজে

লাগায় সদা হাত,

তাই তো সবার সুখ শান্তিতে

কাটে কালো রাত।

 

বিজ্ঞান ছাড়া মানব জাতির

বাঁচার উপায় নাই,

জ্ঞান বিজ্ঞানে ভরসা রেখে

দিন চলেছে ভাই।

          ==0==