click on images to know more about the Images
এত করেও শিবের ব্রত
লাভ কি হল তোর?
শিবের মতোই পতি পেলি
মাতাল নেশাখোর।
তিনিও তো বাবার ভক্ত
গলায় ত্রিশূল ঝোলে।
উঠতে বসতে একই বুলি
ব্যোম্ ব্যোম্ ভোলে।
নিত্য দিনই লেগে আছে
অশান্তি তোর ঘরে।
রোজই তোর স্বামী দেখি
ফেরে নেশা করে।
ননদ যে তোর কৃষ্ণভক্ত
ভক্তি মতি মেয়ে।
শ্বশুরবাড়ি ছাড়তে হল
লম্পট স্বামী পেয়ে।
কৃষ্ণ প্রেমে পাগল স্বামী
গায় যে হরি নাম।
কীর্তনের আসর যে তার
যেন বৃন্দাবন ধাম।
সবাই বলে অতি ভক্তি
চোরেরই লক্ষণ।
চলছে সমাজ এই ভাবে
দেখছি তা এখন।