click on images to know more about the Images

ফিরি মাটির টানে

Author: পার্থ ঘোষ

সুনীল আকাশের স্বপ্নেরা আজ আর মননকে তেমন ব্যাপৃত করে না,

সোঁদা মাটির গন্ধেই যেন এখন বুঁদ হয়ে রই,

যে মাটিতে খুদে কিশলয় তার শ্যামল কচি ডানা মেলে সূর্যের পানে চায়,

যে মাটিতে কৃষাণেরা হল চষে সকাল হতে সন্ধ্যে,

যে মাটির নরম স্পর্শে সুবর্ণ ফসল ফলে,

যে মাটির কোলে ছোট্ট শিশু ধীরে ধীরে বড় হয়,

যে মাটি সোহাগভরে আমাদের সকলের স্বপ্নগুলোকে তিল তিল করে তিলোত্তমার আকার প্রদান করে,

যে মাটিতে অহংকারীর পতন ও সহ্যশীলের সাফল্যের পত্তন হয় নিয়ত,

'ও মাটি তো সেই মাটি' যাতে আজ এই অবনীর সমস্ত কুবিন্দুর আধারগুলি স্থান পেলেও তাদেরকেকে সে সুবিন্দুতে ঠিক রূপান্তরিত করে থাকে,

এ সেই মাটি যা আমাদের সমস্ত আপদ-বিপদের ভার অক্লেশে বহন করে চলে নিত্যদিন,

আজ তাই চলো সকলে মিলে এই মাটিকেই ভালোবাসি,

আর এই মাটির টানে বারবার বসুধাগর্ভে ফিরে আসার স্বপ্নে বিভোরচিত্ত হই,

আজ যেন চারিদিকে মাটির বিজয়বৈজয়ন্তী রচিত হোক।

 

তারিখ:০৫/০৮/২০২৩