click on images to know more about the Images

মহা ভাঁওতা

Author: নলিনী রঞ্জন মন্ডল

ষষ্ঠী বুড়ির তুষ্টি সাধন 

তার তরে পুরুত নাচন 

ঘন্টা শাঁকে হচ্ছে হুড়োহুড়ি 

 

এতে নাকি রোগের মুক্তি 

শিশু আরও পাবে শক্তি

যমের সাথে করতে লড়ালড়ি। 

 

আচ্ছা পুরুত সত্যি বলো- 

ছাগল ভেড়ার হয়েছিলো

এমনি মহা কাণ্ড-কারখানা 

 

গরু ছাগল কুকুর ভেড়া 

নয়তো ওরা মানুষ ছাড়া 

ওদের যজ্ঞ, যায়নি কানে শোনা। 

 

তোমাদের ফেউ না ধরে  

ওরা যদি বাঁচতে পারে 

তাতে যদি না হয় কোনো পাপ 

 

তবে কেনো মোদের প্রতি 

যত মন্ত্রের গুঁতাগুঁতি 

দিচ্ছো কেনো সৃষ্টিছাড়া চাপ। 

 

ষষ্ঠী বুড়ির নামটি করে 

খেয়ে গেলে ঘন্টা নেড়ে 

বলো, কাদের কি লাভ হলো

 

যা হলো সেই একই কথা 

মন্ত্র পুজো সবই বৃথা 

কেউ মরে কেউ বাঁচলো। 

 

পুরুত বলে- লেখা আছে 

চিত্রগুপ্তের খাতার মাঝে 

ওটা গত জন্মের পাপের ফল 

 

পাপের ঋণ করে শোধ 

চলে গেছে শিশু অবোধ 

শাস্ত্রের বাণী মিথ্যা কোথায় বল ?

 

আবার শোনাও কালশাস্ত্র   

ভাঁওতা দেওয়ার মহা অস্ত্র 

তবে ষষ্ঠী পুজো কি কারণ 

 

এত টাকা এত কড়ি

চাল কলার ছড়াছড়ি 

আগে তো করোনি বারণ ! 

 

ভাঁওতাবাজি আর কতদিন 

করে যাবে বর্ণ কুলীন 

থামাও এবার বিজয় রথ 

 

চাল কলাটার আশা ছেড়ে 

পাঁজি পুঁথি বগলে মুড়ে 

খুঁজতে থাকো বাঁচার পথ। 

 

------*-------