click on images to know more about the Images

মন খারাপের চিঠি

Author: ড. শম্ভু নাথ দফাদার

সুলগ্না,

যদি কোনদিন মন চাই 

এসো সাঁঝ বেলায়।

রেখেছি জোনাক মালা 

কবিতার ডালি;

আরো রেখেছি এক মুঠো রোদ, তোমার জন্য। 

যদি থাকো কিছুক্ষণ 

তোমাকে দেখাবো স্মৃতির এলবামে বিবর্ণ কিছু ছবি। 

আরো দেখাবো বুকের মাঝে ধূসর পান্ডুলিপি। 

কিছু মন খারাপের চিঠি। 

যদি কাটে সারারাত পাশে বসে, আকাশ প্রদীপ জ্বেলে মনের যত কথা শোনাবো তোমাকে। শব্দের মায়াজাল বুনে পাড় হবো স্বপ্নের দেশ। 

 

ডালে ডালে ফোটে ফুল ফাগুনের পরশে, ভোরের বাতাসে ফুলের গন্ধ আমার বাড়ি আসে। 

ওগো বন্ধু, 

যদি থাকো পাশে, তোমাকে দেখাবো হিজলের কালো জলে পদ্ম ফুলের হাসি; আরো দেখাবো ক্ষয়া ক্ষয়া চাঁদ, ঘুম ঘুম তারা, রাত জাগা পাখি। 

ওগো বন্ধু 

যদি কোনদিন মন চাই এসো সাঁঝবেলা।

মনের দরজা রইল খোলা। 

পুনশ্চঃ জানিনা, এ চিঠি পাবে কিনা? 

হারিয়ে যাওয়া স্মৃতির পাতা বারে বারে সামনে আসে। 

শ্রেয়সী আমার, 

হয়তো ছিল কিছু ভুল 

তবুও ভালোবাসি,ভালোবাসি নীরব বসন্ত 

ওগো আমি বনফুল।