click on images to know more about the Images

খেয়া ঘাট

Author: পঞ্চু ঘরামী।

হঠাৎ সেদিন তোমার দেখা চৌরঙ্গি মোড়ে 

 দীর্ঘ ঊনিশ বছর পরে

সেই এলো চুল সাদামাটা সাজ সেই মিষ্টি হাসি

পলক চোখে ঝড়ো হাওয়া 

বড্ড ভালোবাসি

ডুবু পানসি খেয়া ঘাটে ওলট পালট ঝড় 

ভেসে গেল সব উজান টানে 

ভাঙলো টুনির ঘর

ক্ষনেক সময় পিছিয়ে গেলাম

কাশিদার ক্যান্টিন 

কলেজ মাঠে শীত দুপুরে  

তোমার ভাগের টিফিন।

তোমার পাশে তোমার পরশ উজান গাঁঙের ঢেউ

বুক ধুকপুক পরশ পাথর

উথাল পাথাল নৌ

হঠাৎ তুমি তলিয়ে গেলে মিলিয়ে জন -ঢেউ

বুকটা হঠাৎ শূন্য খাঁচা 

ডুবলো গাঁঙে নৌ!

স্বপ্ন গুলো উঠলো জেগে 

আবার নতুন করে

বেঁচে থাকো স্বপ্ন জুড়ে 

আমার হৃদয় ঘরে

 মৃত্যু আসে মৃত্যু ফেরে 

আকাশ ছায়া পথ 

 স্বপ্ন দেখি মৃত্যু শেষে  

একটা বিজয় রথ 

খেয়া ঘাটে রোজ আসি যাই

তোমার খুঁজে ফিরি

ইচ্ছে করে তোমার হাসি 

আবার জড়িয়ে ধরি।।