click on images to know more about the Images
হঠাৎ সেদিন তোমার দেখা চৌরঙ্গি মোড়ে
দীর্ঘ ঊনিশ বছর পরে
সেই এলো চুল সাদামাটা সাজ সেই মিষ্টি হাসি
পলক চোখে ঝড়ো হাওয়া
বড্ড ভালোবাসি
ডুবু পানসি খেয়া ঘাটে ওলট পালট ঝড়
ভেসে গেল সব উজান টানে
ভাঙলো টুনির ঘর
ক্ষনেক সময় পিছিয়ে গেলাম
কাশিদার ক্যান্টিন
কলেজ মাঠে শীত দুপুরে
তোমার ভাগের টিফিন।
তোমার পাশে তোমার পরশ উজান গাঁঙের ঢেউ
বুক ধুকপুক পরশ পাথর
উথাল পাথাল নৌ
হঠাৎ তুমি তলিয়ে গেলে মিলিয়ে জন -ঢেউ
বুকটা হঠাৎ শূন্য খাঁচা
ডুবলো গাঁঙে নৌ!
স্বপ্ন গুলো উঠলো জেগে
আবার নতুন করে
বেঁচে থাকো স্বপ্ন জুড়ে
আমার হৃদয় ঘরে
মৃত্যু আসে মৃত্যু ফেরে
আকাশ ছায়া পথ
স্বপ্ন দেখি মৃত্যু শেষে
একটা বিজয় রথ
খেয়া ঘাটে রোজ আসি যাই
তোমার খুঁজে ফিরি
ইচ্ছে করে তোমার হাসি
আবার জড়িয়ে ধরি।।