click on images to know more about the Images

ফিরে পেতে চায়

Author: গৌতম রাজোয়ার

দূষিত আকাশ, দূষিত বাতাস,

দূষিত মানুষ মন।

অশথ কেটে বসত বানাতে

কেটেছি যে প্রিয় বন।

হারিয়ে গিয়েছে বৃষ্টির গান

হারিয়ে গিয়েছে ছড়া।

হারিয়ে গিয়েছে রাজপুত্রের

পক্ষীরাজের ঘোড়া।

সাত সমুদ্র তের নদী 

সোনার পালংখাট।

সোনার কাঠি, রূপার কাঠি

তেপান্তরের মাঠ।

সবই এখন রূপকথা আজ

গল্পদাদুও নেই

বিয়ের গান আর জারি, সারি

ভুলেছি সহজেই।

কোথায় আমার বায়োস্কপ আর,

রেকর্ড কলের গান

সব কিছুকেই হারিয়ে পেয়েছি

আধুনিক সম্মান।।

ছেলে মেয়েরা মানুষ হচ্ছে

কাজের আয়ার শ্রমে।

বাবা মায়েরা জায়গা পেয়েছে

নামি বৃদ্ধাশ্রমে।

মুছতে বসেছে সম্পর্ক

অর্থের অভিলাষে।

দেশ ও সমাজ ভরেছে শুধুই

মনুষত্ব্যের লাশে।

দেশ বিভাজন জাতি বিভাজন

বিভাজন প্রতি মনে।

তবুও আশায় বুক বেঁধে বাঁচি

ভালোবাসে প্রতি জনে।