click on images to know more about the Images
গরিবের কি মান থাকে ভাই
সকল কাজে হারে,
কষ্টেসৃষ্টে দিন চলে তাই
দেনার বোঝা ঘাড়ে।
দয়ায় বাঁচে গরিবরা সব
অধিকারহীন ভবে,
কেউ কি তাদের বলতে পারে
সুখী হবে কবে?
আসাম্যের এই পৃথিবীতে
আত্মকেন্দ্রিক সবে,
গরিব লোকের রক্ত চুষছে
ক্ষান্ত হচ্ছে তবে।
ধর্মের নামে গরিব শোষণ
চলছে চারি দিকে,
গরিব লোকের ন্যায্য পাওনা
হচ্ছে তাই আজ ফিকে।
অনাহারে গরিব মরলেও
প্রসাশন চুপ থাকে,
দেশ চলেছে আপন তালে
গরিব পুঁতে পাঁকে।
ভোজ্য পণ্যের মূল্য বৃদ্ধি
হচ্ছে লাগাম ছাড়া,
একটু আয়ের লাগি গরিব
হচ্ছে গৃহ ছাড়া।
ওষুধ বিনে মরছে রোগী
দেখে নাতো কেহ,
রাস্তা ঘাটে অজানা সব
পড়ে থাকে দেহ।
গরিব লোকের হকের টাকায়
আট্টালিকা গড়ে,
দেশের নেতা আরাম করে
থাকে এসি ঘরে।
আসবে কি আর সুদিন রে ভাই
গরিব লোকের তরে,
দিন রজনী দুখি লোকের
নয়ন বারি ঝরে!
ভোটের সময় ভোট দিতে যায়
সারা জীবন ধরে,
গরিব লোকের একটাই জীবন
খেটে শুধু মরে।
==0==