click on images to know more about the Images
আবার এসো গো প্রিয় কোনো এক বর্ষায়, নামবে বৃষ্টি অঝোর ধারায়....
ভিজবো দুজনে;মাতব নবআনন্দে,
এসো কমল দিঘীর তটে,প্রতিক্ষীয়া থাকি আমি যেখানে..
তুমি এসো, নীলনদীর কিনারায়..
নদীতটের সাদা বালুকা রাশি ছুঁয়ে পায়ে পা মিলিয়ে হাঁটবো কিছুক্ষণ,
আর ঢেউয়েরা এসে এক পবিত্র স্নানে সিক্ত করবে আমাদের।
তুমি আবারও এসো প্রিয়,
কোনো এক চৈতী রাতে,
আকাশে নবমীর একফালি অস্তগামী চাঁদ আর মিটিমিটি জ্বলা হাজার নক্ষত্রের সাথে গল্পের আসর মাতাবো দুজন বসে সবুজ ঘাসে।
তুমি নাহয় চেয়ে রইলে অনিমিখে,
কিছুক্ষণ আমার চোখে।
বইবে দখিন হাওয়া,
ফুলের গন্ধে আকুল হবে সেই মধুক্ষন।
হয়তবা আসলে আবার তুমি
কোনো এক ধূসর সন্ধ্যায়,
খোঁপায় দিলে রঙিন ফুল,
গলে দিলে মালা,
আমার জন্যে গাইলে কোনো গান,
বাঁধলে কোনো সুর,
কবিতার ছন্দে ছন্দে রঙিন করে দিলে সেইক্ষণ...!
যত ঝরেছে অশ্রু তোমারি নামে
একে একে মালা হয়ে পরিয়ে দিবো তোমায়,
হাজার না হোক
এই জনমেরই বন্ধন হোক!
সত্যি ভালোবাসা বা
মিথ্যা ছলনায়....?
তবুও প্রিয়, তুমি এসো..
তুমি এসো।