click on images to know more about the Images
আমার বাসার ধারে
এক বৃদ্ধ ফেরি করে
মস্ত ঝাঁকা মাথায় তাঁর
জানালার ফাঁক ধরে
আমি ডাকি খুব জোরে
ঝুড়ি ভর্তি কি বাহার ?
বুড়ো হাঁকে ফাঁকে ফাঁকে
মেরুদণ্ড বেচে কেনে
ভাঙা সোজা চিড়ধরা
ঘুনেধরা সব জেনে ।
ভাতা খেকো মেরুদণ্ড
চার টাকা কেজি
একদাম ঘুনে-ধরা
যত আছে সব পাজি।
ফ্রেশ হলে বেশ দাম
এক পিস সাত-শো
বোচা কান বোচা নাক
হাড় গুলো তিন শো
এক সিকি দুই সের
গোলামী খেকো সব
দু-আনায় বিকিয়ে
লোভি যত ললিপপ।
আকাশ ছোঁয়া দাম তাঁর
বুদ্ধিজীবী যত নামি
শিরদাঁড়া তাঁর কয়েক কোটি
বিকিয়েছে বেশি দামি।
পুলিশ হলেই সোজা বা বাঁকা
একদাম বিশ টাকা
বিবাহিত পুরুষের
শিরদাঁড়া সব ফাঁকা।
নেতাদের শির-দাঁড়া
রহস্যে ভরপুর
দাম তাই ওঠে নামে
এই কাছে এই দূর
বুড়ো মানুষ বাঁকা শির
কট-মট করে
একে এক দেবো ফ্রি
ধুকপুক নড়ে।
ডেকে বলি ওহে দাদু
আমার টা নেবে কি
দাদু বলে দুধে দাঁত
শিরদাঁড়া ছিঃ ছিঃ!!