click on images to know more about the Images

ব্রাহ্মণ্যবাদের বিষ

Author: প্রফুল্ল কুমার মণ্ডল

ব্রাহ্মণ্যবাদের বিষ

আজব দেশে বাস করি ভাই
আজব মানুষ তাই।
নানাজাতি ভেদাভেদি
তুলনা তার নাই।

ব্রাহ্মণ জাতির কষাই খানায়
দলিত মরে আজ।
বামুনের পা ধোয়া জল খায়
নাহি তাতে লাজ।

দেশের সম্পদ লুণ্ঠন করছে
ঘৃণ্য ব্রাহ্মণ জাত।
দলিতরা সব ক্ষিদেয় মরে
পেটে রয়না ভাত।

সুকৌশলে নিম্ন বর্ণের
পকেট মেরে খায়।
নিপীড়িত দলিত শ্রেণীর
খুব কষ্টে দিন যায়।

স্বর্গে যাওয়ার মিথ্যা বাণী
বলে প্রতিদিন।
পূজা পার্বণ করতে গিয়ে
বাড়ছে ঘাড়ে ঋণ।

ব্রাহ্মণ্যবাদ বিষাক্ত বিষ
অতি ক্ষতিকর।
উঁচু জাতের তকমা গায়ে
হলো শক্তিধর।

গলায় সাদা পৈতা পরে
বিদ্বেষ ভরা মনে।
দলিত জনকে ঘৃণা করে
রয়না তাদের সনে।

আম্বেদকরের উত্তরসূরি
আমরা তরুণ দল 
ব্রাহ্মণ মুক্ত সমাজ গড়বো
বুকে আছে বল।

কিসের জাতি কিবা বর্ণ
মানিনা জাতপাত।
হিংসা বিবাদ দূরে ঠেলে
আনবো সুপ্রভাত।

 

মানিনা কোনো জাত

জাতা-জাতি চাই না মোরা
লাগবে পেটে ভাত।
মিলেমিশে থাকলে সবাই
কাটবে সুখে রাত।

মনুষ্যত্বের মরণ দেখে
মনে জাগে ভয়।
ধর্ম যুদ্ধে খুনোখুনি
মানব জাতির ক্ষয়।

রক্তে মাংসে এক‌ই মানুষ
মনে বিভেদ রয়।
মনকে করলে কলুষমুক্ত
মানবতার জয়।

তরুণ তাজা যুবকরা সব
বাড়ায় দেশের মান।
রক্ত দানে বিভেদ ভুলে
বাঁচায় সবার প্রাণ।

দেশের ঘৃণ্য বর্ণ প্রথায়
আপন হলো পর।
ভগ্ন মনে বাঁধা যায় কি
স্বপ্ন সুখের ঘর?

হাতের উপর হাতটা রেখে
বুকে টেনে ল‌‌ও।
সবার সঙ্গে মিষ্টি করে
মনের কথা ক‌ও।

উচ্চ বর্ণ ছড়ি ঘুরায়
ধরে সাধুর বেশ।
দলিত শ্রেণী নিঃস্ব আজকে
দেশটা হলো শেষ।

সাম্য নীতির ধার ধারে না
উঁচু বর্ণের লোক।
স্বার্থে ব্যাঘাত হলে তারা
রাঙ্গায় শুধু চোখ।

ভেদাভেদি মানি নাতো
এক জাতি এক দেশ।
দুঃখ ভুলে পাশাপাশি
থাকবো তবেই বেশ।