click on images to know more about the Images

নবনীকান্ত

Author: পার্থ ঘোষ

ওঁর নাম নবনীকান্ত,

আশৈশব দারিদ্র্যপীড়িত একটি মানুষ,

সারাটা জীবন স্রোতের প্রতিকূলে ওঁর লড়াই,

তবুও তিনি আজও অক্লান্ত,উদ্যমী,যথেষ্ট লড়াকু,

কোনদিনই শ্রমবিমুখ নন তিনি,

লড়াই করতে করতে লড়াইটা ওঁর আজ মজ্জাগত,

কখনো ভীত,সন্ত্রস্ত হন না তিনি,

স্বশরীরে নিজ পথ ধরে চলতে অভ্যস্ত,

গালমন্দ কম হজম করেননি এই বছর পঁয়ত্রিশের জীবনে,

তিনি মানুষের উপকার করেন,

কোথা হতে এতো মনের জোর ওঁর আসে বোঝা দায়!

কোন গৃহের শবদেহ দাহ করার কর্মে উনি যাবেনই,

পাড়ার উপেন,ভূপেনরা যখন কিছু করেনা উনিই তখন ওঁদের বিপদের বন্ধু,

কোন কাজে না বলতে চান না কখনো,

সবসময় সামনে এগোনোর কথাই ভাবেন,

চলতে পথে বাধা বরাবরই তাঁর নিত্যসঙ্গী,

কিন্তু বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে পথ হাঁটাতে যে তিনি বরাবর সিদ্ধহস্ত,অকুতোভয়,

গভীর নিশীথেও তাঁকে ফোন কলটিতে কেউ ডাকলে তাঁকে পেয়ে যায়,

তিনি এ জীবন যুদ্ধের হার না মানা এক লড়াকু সৈনিক,

তিনি যে সব কাজে পারঙ্গম,

কোন পশ্চাৎটান তাঁর নেই,

তিনি যে সত্যিকারের একজন জিতেন্দ্রিয়।